Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রী শ্রী হরি মন্দির ও রামকৃষ্ণ সেবা আশ্রম
স্থান

১নং আজগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ঢের রোস্তম আজগড়া গ্রাম।

যোগাযোগ

যাতায়াত - তেরখাদা উপজেলা থেকে বাস/টেম্পু যোগে আজগড়া আসা যায়। খুলনা থেকে জেলখানা ঘাট পার হয়ে বাস/টেম্পু যোগে আজগড়া আসা যায়।

ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)

বিস্তারিত

 

আজগড়া শ্রী শ্রী হরি মন্দির ও রামকৃষ্ণ সেবা আশ্রম, রথখোলা, আজগড়া, তেরখাদা, খুলনা।

 

শত বছরের কাল পরিক্রমায় আজগড়া ইউনিয়নস্থিত রোস্তম আজগড়া গ্রামে শ্রী শ্রী হরি মন্দির ও রাম কৃষ্ণ সেবা আশ্রম রয়েছে। এই মন্দিরে প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন  পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের  মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেদত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, ঢাকা ও নারায়নগঞ্জ জেলা সহ  বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।

যাতায়াত - তেরখাদা উপজেলা থেকে বাস/টেম্পু যোগে আজগড়া আসা যায়। খুলনা থেকে জেলখানা ঘাট পার হয়ে বাস/টেম্পু যোগে আজগড়া আসা যায়।

ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)